ABOUT OUR SCHOOL

History of our Institute


প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা কাল: 01-01-1907 খ্রি.
পাঠদানের অনুমতি কাল: 01-01-1907 খ্রি.
পাঠদানের স্বীকৃতি: 01-01-1907 খ্রি.
প্রথমএমপিও ভূক্তি: 01-01-1907 খ্র্রি.
ইআইআইএন নং: 1 0 8 2 9 2
রাজধানী ঢাকার অদুরে নবাবগঞ্জ উপজেলায় অবস্থিত গালিমপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। ১৯০৭ সালে বৃটিশ আলে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি অনেক ইতিহাস ও ঐতিহ্যের স্বাক্ষ্য বহন করে নিরলস ভাবে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছে। এই বিদ্যালয়ের অনেক প্রাক্তন শিক্ষার্থী দেশ ও বিদেশে কর্মক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছে। বিদ্যালয়টির নিজস্ব প্রশাসনিক ভবন, শ্রেণি কক্ষ ছাড়াও রয়েছে হোস্টেল সুবিধা। এই বিদ্যালয়ে ভৌতিক অবকাঠামোগত সুবিধার পাশাপাশি রয়েছে আধুনিক বিজ্ঞানাগার ও অত্যাধুনিক কম্পিউটার ল্যাব সুবিধা। খেলাধুলার জন্য বিদ্যালয়ে সু প্রশস্থ খেলার মাঠ ছাড়াও রয়েছে বিএনসিসি, রোভার স্কাউট এবং বিভিন্ন সহ:শিক্ষা কার্যক্রম যা শিক্ষার্থীদের নৈতিক, মানবিক ও দায়িত্বশীলতার পাশাপাশি শারিরীক ও মানসিক দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে। আমাদের বিদ্যালয়ে আপনি আমন্ত্রিত।