Message of SMC Chairman
SMC Chairman
জ্ঞান ও শক্তির সম্মিলনে সৃজিত শিক্ষার মধ্যেই নিহিত একটি জাতির প্রগতি ও মুক্তি।
মানবতা, শান্তি ও উন্নয়নে শিক্ষা আপোষহীন ও অবিচ্ছেদ্য। সৎ, নির্ভিক ও নিষ্ঠাবান
মানুষ তৈরীর জন্য সুশিক্ষার বিকল্প নেই। শিক্ষার দুর্লভ নির্যাস প্রতিনিয়ত পবিত্র ও
পরিপূর্ণ হচ্ছে এই ধরা। যুগোপযোগী ও আধুনিক শিক্ষার মানদন্ডকে সামনে রেখে
১৯০৭ ইং সালে গালিমপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। একবিংশ শতাব্দীর
সুচনা লগ্নে জ্ঞান বিজ্ঞানের স্রোতধারায় জাতি হিসেবে বিশ্ব আসনে অসীন হওয়ার প্রধান
হাতিয়ার সুশিক্ষিত মানবসম্পদ। তাই মানবসম্পদের সৃষ্টিশীল বিকাশে এই শিক্ষা প্রতিষ্ঠানের
শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী কঠিন বাস্তবতার নিরিখে শিক্ষার্থীর তথ্য নতুন প্রজন্মকে প্রযুক্তিগত
ও আধুনিক শিক্ষায় গড়ে তোলার লক্ষ্যে তাদের সেবার ব্রত নিয়ে প্রতিনিয়ত নিরলস পরিশ্রম
করে যাচ্ছেন। স্বপ্নের সোনারবাংলা গড়ার প্রত্যয়ে নিবিড় পরিচর্যা ও অনুশীলনের
মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান ও সৃজনশীলতা বিকাপরেশ “গালিমপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়”
সর্বদা সচেষ্ট ও অঙ্গীকারবদ্ধ। গতানুগতিক পাঠদানের পাশাপাশি জীবনমূখী শিক্ষা,
সহশিক্ষাকার্যক্রম ও বিভিন্ন ক্লাব কার্যক্রমে অংশগ্রহনের জন্য শিক্ষার্থীদের উৎসাহ
প্রদানেও উক্ত শিক্ষাপ্রতিষ্ঠান বদ্ধপরিকর। শৃঙ্খলা, নিরাপত্তা ও নিরবিচ্ছিন্ন শান্তির মূল্যবোধকে
ধারণকরে আমাদের এই স্বাপ্নিক যাত্রায় সকল শিক্ষক, শিক্সঅর্থী, অভিভাবক ও গুণিজনসহ
সংশ্লিষ্ট সকলের ঐকান্তিক সহযোগিতা প্রত্যাশা করছি। এই শিক্ষা প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন উন্নতি
ও ভবিষ্যৎ পরিকল্পনা রূপায়নে গঠনমূলক সমালোচনাহ আপনাদের মূল্যবান পরামর্শ ও
সহযোগিতা আমারদের কাম্য।
সভাপতি
“গালিমপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়”