Message of Head Teacher
Md. Golam Sorowar
Head Teacher (Acting)
শিক্ষিত, সংস্কৃতিবান ও আলোকিত মানুষ গড়ার সবচেয়ে উল্লেখযোগ্য ক্ষেত্র হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান। সেই লক্ষ্য বাস্তবায়নে কৃতিত্বের দাবিদার শিক্ষার বাতিঘর হিসেবে পরিচিত ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার প্রাচীনতম বিদ্যাপীঠ গালিমপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়। ১৯০৭ সালে যে মহৎ উদ্দেশ্য নিয়ে বিদ্যালয়টি স্থাপন করা হয়েছিল , সে স্বপ্ন সফল হয়েছে। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে শিক্ষা প্রসারের ক্ষেত্রে এর গুরুত্ব পূর্ণ ভূমিকা প্রশংসনীয়। শতর্বষী পুরাতন ও ঐতিহ্য বাহী এ প্রতিষ্ঠান এ অঞ্চলের অগনিত মানুষের মনে জ্ঞানের আলো জ্বালিয়ে আপন মহিমায় ভাস্বর। এ প্রতিষ্ঠান জন্ম দিয়েছে বিরল প্রতিভা ও মেধাসম্পন্ন অনেক
কৃতি সন্তানের- যার গৌরব দীপ্ত ইতিহাসের স্বাক্ষর বয়ে চলেছেন দেশে-বিদেশে দায়িত্বশীল পদে কর্মরত উচ্চ পদস্থ কর্মকর্তা,শিল্পী, সাহিত্যিক, শিক্ষক, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, শিল্পোদোক্তা ও বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ। যুগ যুগ পেরিয়ে কালের স্বাক্ষী শত বছরের ঐতিহ্যের ধারা এই শিক্ষা প্রতিষ্ঠান আমাদের জাতীয় জীবনকে আরও সুস্থ্য সভ্যতার দিকে নিয়ে যাবে , এ প্রত্যাশা করি। মৌলিক জ্ঞান, চিন্তা ও মানব মনের সৃজনশীল চেতনার উন্মেষ ও সুকুমার বৃত্তির বিকাশ ঘটিয়ে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে এই বিদ্যালয়ের ভূমিকা অনন্য। শিক্ষায় অগ্রগামী ভূমিকা পালনের মাধ্যমে এই প্রতিষ্ঠানটি তথ্য ও প্রযুক্তি নির্ভর জ্ঞান ভিত্তিক যুগোপযোগী উত্তর সূরী গড়ে তোলার ধারা অব্যাহত রাখবে বলে আমি বিশ্বাস করি। বিদ্যালয়ের নিজস্ব ব্যয়ে ওয়েব সাইট তৈরির এ মহতী উদ্যোগকে আমি স্বাগত জানাই। এই ডায়নামিক ওয়েব সাইট বিদ্যালয়কে আন্তর্জাতিক পরিমন্ডলেও সুবিশাল পরিচিতি এনে দিবে । এ কাজে
সংশ্লিষ্ট সকলের প্রতি আমি কৃতজ্ঞ।